Ficool

Chapter 1 - A Cat 7 Live ( part 1)

That afternoon, I was sitting in my favorite chair, reading a book. Out of nowhere, a cat silently entered my room. First, it stared at me for a while, then slowly came and sat at my feet and started meowing incessantly. To be honest, I didn't like the cat very much when I first saw it. It didn't look very pretty, and I thought that cats are always very cuddly and cuddly. But I can't disrespect animals and birds, so I asked my mother to give it some food.

We had an old bowl in our room, in which we used to leave fish bones or meat bones after eating our food. Sometimes, when I didn't want to eat rice, I would throw them in that bowl. That day too, I put some rice in that bowl and gave it to the cat. He finished the rice in a flash.

In this way, one day, two days, he started coming to our house for three meals a day on a regular basis. The day passed at his own pace. Suddenly one day he expressed reluctance to eat rice. Maybe he was bored. So we started giving him fish mixed with rice. When we mixed fish, he ate it happily.

At first, I was afraid to touch the cat with my hands. I would just pet it gently with my feet. But gradually my fear was overcome. I started stroking its soft fur. Then one day, I picked it up and petted it. From that day on, the cat became an integral part of our family. Now, sometimes, it spends the whole night, even the whole day, in our house. Looking at its behavior, it seemed that it was very gentle, polite and came from a good family.

That's how I found out one day that the cat actually belonged to my landlord. They lived in flat number five of their house. It was the landlord's wife's pet cat, whose name was Queen Medicine. His wife had died about six months ago. So this cat must have come to our house looking for a new home. I forgot to mention that when the cat first came to our house, she was pregnant. So I fell in love with her even more. I wondered where she would go, what she would do! So I decided to shelter her in my house.

But the day she gave birth, she went to our neighbor's house and gave birth to the babies. After six or seven weeks, she brought the babies to our house. We made a beautiful box for her, where the babies could live comfortably. The babies gradually started growing. They had grown a lot. But our neighbors did not like their kittens.

Queen Medicine had four babies the first time. The first two died at birth. The next two stayed with us. One was black and white, which was named Kachi, and the other was completely white, her name was Poochi.

বাংলা অনুবাদ:-

সেদিন দুপুরবেলা আমি আমার প্রিয় চেয়ারটিতে বসে একমনে বই পড়ছিলাম। কোথা থেকে যেন একটি বিড়াল নিঃশব্দে আমার ঘরে ঢুকে পড়ল। প্রথমে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে এসে আমার পায়ের কাছে বসে অনর্গল "ম্যাও ম্যাও" করতে লাগল। সত্যি বলতে, বিড়ালটিকে প্রথমবার দেখে আমার খুব একটা ভালো লাগেনি। সে দেখতে খুব একটা সুন্দর ছিল না, আর আমার ধারণা ছিল, বিড়াল সবসময়ই খুব আদুরে আর ফুটফুটে হয়। কিন্তু আমি তো পশু-পাখিদের অসম্মান করতে পারি না, তাই আমার মাকে বললাম তাকে কিছু খাবার দিতে।

আমাদের ঘরে একটি পুরনো বাটি ছিল, যেটিতে আমরা নিজেদের খাবার খাওয়ার পর মাছের কাঁটা বা মাংসের হাড় ফেলে রাখতাম। মাঝে মাঝে আমি ভাত খেতে না চাইলে, সেই বাটিতেই ফেলে দিতাম। সেদিনও সেই বাটিতেই কিছু ভাত ফেলে বিড়ালটিকে দিলাম। সে এক নিমিষেই সেই ভাতগুলো শেষ করে ফেলল।

এভাবে একদিন, দুদিন, করে সে প্রতিদিন নিয়ম করে তিন বেলা আমাদের বাসায় ভাত খেতে আসতে শুরু করল। দিন কাটছিল নিজের ছন্দে। হঠাৎ একদিন সে ভাত খাওয়ায় অনিহা প্রকাশ করল। হয়তো একঘেয়ে লাগছিল। তাই আমরা ভাতের সাথে মাছ মিশিয়ে তাকে দেওয়া শুরু করলাম। মাছ মিশিয়ে দিলে সে সানন্দে খেত।

প্রথম প্রথম আমি বিড়ালটিকে হাত দিয়ে ছুঁতে ভয় পেতাম। শুধু পা দিয়ে আলতো করে আদর করতাম। কিন্তু ধীরে ধীরে আমার ভয় ভাঙল। আমি তার নরম লোমের ওপর হাত বুলিয়ে দিতে শুরু করলাম। তারপর একদিন তাকে কোলে তুলে আদর করলাম। সেই দিন থেকে বিড়ালটি আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। এখন তো সে মাঝেমধ্যে সারা রাত, এমনকি সারা দিন আমাদের বাসাতেই কাটায়। তার চালচলন দেখে মনে হতো সে যেন খুব নম্র, ভদ্র এবং একটি ভালো পরিবার থেকে এসেছে।

এভাবেই একদিন জানতে পারলাম, বিড়ালটি আসলে আমার বাড়িওয়ালার ছিল। তাদের বাড়ির পাঁচ নম্বর ফ্ল্যাটে তারা থাকত। এটি ছিল বাড়িওয়ালার স্ত্রীর পোষা বিড়াল, যার নাম ছিল কুইন মেডিসিন। প্রায় ছয় মাস আগে তার স্ত্রী মারা গেছেন। তাই এই বিড়ালটি হয়তো নতুন ঘরের খোঁজে আমাদের বাসায় এসেছিল। আমি তো বলতে ভুলেই গেছি, বিড়ালটি যখন প্রথম আমাদের বাসায় আসে, তখন সে গর্ভবতী ছিল। তাই তার প্রতি আমার মায়া আরও বেশি পড়ে গিয়েছিল। ভাবছিলাম, সে কোথায় যাবে, কী করবে! তাই আমার ঘরেই তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিলাম।

কিন্তু যে দিন সে বাচ্চা দেবে, সে দিন সে আমাদের প্রতিবেশীর বাসায় গিয়ে বাচ্চা প্রসব করল। তার ছয়-সাত সপ্তাহ পর সে বাচ্চাগুলোকে আমাদের বাসায় নিয়ে আসল। আমরা তার জন্য একটি সুন্দর বাক্স তৈরি করে দিলাম, যেখানে বাচ্চাগুলো আরামে থাকতে পারে। বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করল। অনেকটাই বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশীরা তাদের বিড়াল ছানাগুলোকে পছন্দ করছিল না।

কুইন মেডিসিনের প্রথম বারের চারটি বাচ্চা হয়েছিল। প্রথম দুইটি জন্মের সময়ই মারা গিয়েছিল। পরের দুইটি আমাদের সাথে থেকে গেল। একটি ছিল কালো-সাদা রঙের, যার নাম দেওয়া হয়েছিল কচি, আর অন্যটি ছিল পুরোই সাদা, তার নাম ছিল পুচি।

More Chapters